শনিবার- ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা বাড়াতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন পদক্ষেপ

national-university-honours-compulsory-ict-english
ছবি সংগৃহীত

শিক্ষার্থীদের আধুনিক দক্ষতায় গড়ে তুলতে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পর্যায়ে তথ্য প্রযুক্তি ও ইংরেজি বাধ্যতামূলক করেছে। এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা দেবে সরকার।

অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদে পরিণত করতে স্নাতক (অনার্স) পর্যায়ে তথ্য প্রযুক্তি ও ইংরেজি বাধ্যতামূলক করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ বিষয়ে আধুনিক ও কর্মমুখী পাঠ্যক্রম প্রণয়ন এবং তার কার্যকর বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

প্লট জালিয়াতি মামলায় শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের রেড অ্যালার্ট চিঠি

কর্মশালার প্রথম সেশনে সভাপতিত্ব করেন আইসিটি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক মো. রশিদুল মান্নাফ কবীর। দ্বিতীয় সেশনে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নুরুল ইসলাম।

বুধবার রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয় ও সরকারের এটুআই প্রকল্পের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান উপাচার্য। তিনি বলেন, কলেজগুলোতে আইসিটি শিক্ষাদানে শিক্ষক সংকট রয়েছে। এ সমস্যা সমাধানে জাতীয় বিশ্ববিদ্যালয় টেকনিক্যাল কলেজ ও কম্পিউটার কাউন্সিলের সঙ্গে আলোচনা করছে।

দিনব্যাপী এ কর্মশালায় দেশের ৮টি বিভাগের বিভিন্ন কলেজের ৪০ জন তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান বিভাগের শিক্ষক অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়