
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই অনেকে পিআর নিয়ে আন্দোলন ও কর্মসূচি শুরু করছে। তবে তার মতে, গণতন্ত্র শক্তিশালী করতে পিআর কোনো কার্যকর সমাধান নয়।
শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় এক সম্মেলনে তিনি বলেন, গণতান্ত্রিক অধিকারের অংশ হিসেবে কেউ পিআর চাইতেই পারে, কিন্তু সেটি বাধ্যতামূলক মনে করা কিংবা চাপিয়ে দেওয়ার প্রবণতা কখনোই গণতান্ত্রিক হতে পারে না।
তিনি অভিযোগ করেন, জনগণ না চাইলেও তাদের নামে পিআর দাবি তোলা হচ্ছে, যা আসলে স্বৈরাচার প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি করে এবং নির্বাচন পেছানোর অপচেষ্টা হিসেবে কাজ করছে।
ডা. জাহিদ আরও বলেন, জনগণের দাবি আড়ালে দলীয় এজেন্ডা চাপিয়ে দেওয়ার চেষ্টা ব্যর্থ হবে। দেশের সাধারণ মানুষই সেই প্রয়াস প্রতিহত করবে।
নিউজটি পড়েছেন : ৬০