বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

পিআর পদ্ধতিতে দুর্বল সরকার তৈরি হবে: সালাহউদ্দিন আহমদ

piar-vot-byabostha-salahuddin-ahmed
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন হলে শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিস্ট বা দুর্বল সরকার গঠিত হতে পারে। এতে দেশ স্থায়ীভাবে অস্থিতিশীলতার মুখে পড়বে।

বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সালাহউদ্দিন বলেন, পিআর ব্যবস্থার উদ্দেশ্য হচ্ছে বেশি আসন পাওয়া এবং এমন পরিস্থিতি তৈরি করা, যাতে মেজরিটি পার্টি ক্ষমতায় যেতে না পারে। এ কারণে কম জনপ্রিয় দলগুলো এ পদ্ধতিকে নিজেদের জন্য লাভজনক মনে করছে।

তিনি আরও বলেন, সংবিধানে পরিষ্কারভাবে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের কথা বলা আছে। তাই জামায়াত ইসলামীকে এ সংবিধান খুলে দেখা উচিত। সংবিধানের বাইরে কোনো অসাংবিধানিক, অরাজনৈতিক ও অবৈধ দাবি মেনে জাতিকে বিপদে ফেলা যাবে না। সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখে সরকারকে আইনানুগভাবে চলতে হবে।

জরিপ প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, এতে দেখা গেছে ৫৬ শতাংশ মানুষ পিআর কী তা জানে না। অথচ জামায়াত দাবি করছে ৭০ শতাংশ মানুষ এ ব্যবস্থার পক্ষে। তিনি মন্তব্য করেন, এ ধরনের তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়