বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নির্বাচনে পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা আনছে সরকার

polisher-bodi-camera-nirbachon
ছবি: সংগৃহীত

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, নির্বাচনের সময় দায়িত্ব পালনের সুবিধার্থে পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা আনা হবে। এ প্রক্রিয়া পরিচালনা করা হবে ইউএনডিপির মাধ্যমে এবং প্রকল্পটির খরচ কয়েকশ’ কোটি টাকা হবে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, আজকের বৈঠকে একটি গুরুত্বপূর্ণ বিষয় অনুমোদিত হয়েছে। নির্বাচনের সময় পুলিশদের বডি ক্যামেরা দেওয়া হবে। এটি দ্রুত সংগ্রহ করা হবে।

প্রকল্পটি কেন ইউএনডিপির মাধ্যমে আনা হচ্ছে, এমন প্রশ্নে তিনি বলেন, টেন্ডারের মাধ্যমে সরবরাহ করলে মান ও দামের বিষয়ে সমস্যা থাকতে পারে। ইউএনডিপি মান ও দামের নিশ্চয়তা দেবে, তাই সরাসরি নেগোসিয়েশন প্রয়োজন হবে না।

টাকার উৎস সম্পর্কে তিনি জানান, ৪০ হাজার বডি ক্যামেরার খরচ বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় বহন করবে। এটি নির্বাচন খাত থেকে দেওয়া হবে। আমরা এই ক্যামেরাগুলো পুলিশকে প্রদান করছি, নির্বাচন কমিশনকে নয়।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়