
প্রবাসী বাংলাদেশিরা এবার পোস্টাল ব্যালট ব্যবহার করে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। সিইসি নাসির উদ্দিন টরন্টোতে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় এই ঘোষণা দেন এবং ভোটার নিবন্ধন ও অ্যাপ ব্যবস্থার বিস্তারিত তুলে ধরেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটার ও এনআইডি-ধারী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন,জানিয়েছেন (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ জন্য ‘পোস্টাল ব্যালট বিডি’ নামে একটি অ্যাপ তৈরি করা হচ্ছে।
সিইসি এই তথ্য সম্প্রতি টরন্টোতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত প্রবাসী ভোটারদের সঙ্গে মতবিনিময় সভায় জানিয়েছেন। অনুষ্ঠানে তিনি প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এবং আসন্ন নির্বাচনে তাদের ভোট প্রদানের আহ্বান জানান।
প্রবাসীরা প্রধান নির্বাচন কমিশনারকে মতবিনিময় সভা আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে কনস্যুলেটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভায় ব্যবসায়ী, ডাক্তার, প্রকৌশলী, শিক্ষাবিদ, সাংবাদিক ও শিক্ষার্থীরা অংশ নেন।
সভায় তিনি নির্বাচনের সামগ্রিক চিত্র, প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া এবং পোস্টাল ব্যালট ব্যবস্থার বিস্তারিত তুলে ধরেন। শতাধিক প্রবাসী বাংলাদেশি উপস্থিত থেকে সিইসির সঙ্গে মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।