বৃহস্পতিবার- ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কারওয়ান বাজারে প্রথম আলো ও ফার্মগেটে ডেইলি স্টারের কার্যালয়ে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর

সংবাদপত্র অফিসে হামলা
ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলোর প্রধান কার্যালয় এবং ফার্মগেটে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১২টার দিকে এসব হামলার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে শাহবাগ এলাকা থেকে একটি বিক্ষুব্ধ মিছিল প্রথম আলোর কার্যালয়ের সামনে এসে উপস্থিত হয়। এ সময় তারা প্রথম আলো ও ভারতবিরোধী নানা স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে মিছিল থেকে কিছু লোক ভবনের ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়।

হামলাকারীরা অফিসের ভেতরের কাগজপত্র, কম্পিউটারসহ বিভিন্ন আসবাব নিচে ফেলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে প্রথম আলোর কার্যালয়ের সামনেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এর কিছুক্ষণ পর রাজধানীর ফার্মগেটে অবস্থিত ইংরেজি দৈনিক ডেইলি স্টারের প্রধান কার্যালয়েও হামলা চালানো হয়। রাত ১২টার পর বিক্ষুব্ধ জনতাকে পত্রিকাটির অফিসের সামনে হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেখা যায়।

প্রথম আলোতে হামলার পরপরই ডেইলি স্টারের কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। হামলার পেছনের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়