সোমবার- ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন: এবারের দুর্গাপূজা সম্পূর্ণ নিরাপদ হবে

web photo dorahok24 (35)
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, এবছর সারা দেশে প্রায় ৩৩ হাজার পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তিনি বলেছেন, পূজাকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই এবং এবার পূজা আয়োজন কমিটি কোনো উদ্বেগ প্রকাশ করেনি।

আজ সোমবার সচিবালয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক সভার পর উপদেষ্টা জানান, পূজামণ্ডপগুলো ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবে। সারা দেশে তিন লাখ আনসার সদস্য এবং পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে।

বিএনপি চায় আওয়ামী লীগের অত্যাচারী-জালিমদের বিচার: রুমিন ফারহানা

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বিসর্জনের সময় নির্ধারণ করা হয়েছে, সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিমা বিসর্জন শেষ করতে হবে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদারকি করবে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়