
রাজনীতির সংস্কার ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার ওপর জোর দিয়ে এনসিপি নেতা সারজিস আলম বলেছেন, দেশের কোথাও একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। শুক্রবার রাতে পঞ্চগড়ের কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তারাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে এখনো অপকর্ম, দুর্নীতি, হুমকি ও অনিয়ম চলমান। এসব কারণে সাধারণ মানুষ আবারও রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থা হারাচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, চোর, বাটপার বা হুমকিদাতা—যেই হোক না কেন, তাদের নাম-পরিচয়সহ তালিকা প্রকাশ করা হবে। বাংলাদেশের কোথাও আর কাউকে একনায়ক হয়ে উঠতে দেওয়া হবে না।
শুক্রবার রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলা এনসিপির আয়োজিত কর্মশালা ও সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। সারজিস আলম অভিযোগ করেন, পঞ্চগড়ে বিএনপি নেতাকর্মীরা এনসিপির নতুন কর্মীদের হুমকি দিচ্ছেন।
তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক সংগঠন গঠনের যে অপচেষ্টা চলছে, তা প্রতিরোধ করা হবে। সুপারিশ নয়, প্রতিটি পরীক্ষায় মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে হবে। কোনো অপকর্মে জনগণকে অতিষ্ঠ করা হলে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও সতর্ক করেন তিনি।