
রাজধানীর কারওয়ান বাজারে আনুষ্ঠানিকভাবে সাশ্রয়ীমূল্যে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বাজারজাতকরণের উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জনগণকে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের পরিবর্তে টেকসই ও পুনঃব্যবহারযোগ্য পাটের ব্যাগ ব্যবহারের আহ্বান জানান।
তিনি বলেন, সরকার পলিথিনের ব্যবহার কমাতে ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ সরবরাহের উদ্যোগ নিয়েছে। এ প্রকল্পের আওতায় টিসিবি ডিলার ও বাজারের বণিক সমিতির মাধ্যমে সাধারণ ভোক্তারা ২০ থেকে ৮০ টাকার মধ্যে ব্যাগ কিনতে পারবেন। পলিথিন ব্যবহার করলে জব্দসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সভাপতিত্ব করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফ।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষার স্বার্থে এখনই সিদ্ধান্ত নিতে হবে—পলিথিন নয়, পাটের ব্যাগই হবে আমাদের ভবিষ্যৎ।