
সবচেয়ে বড় জাহাজে ৯৬ যাত্রী নিয়ে গাজা অভিমুখে রয়েছেন শহিদুল আলম। সাংবাদিক ও চিকিৎসকসহ সহযাত্রীদের নিয়ে তিনি বলেছেন, তাঁদের লক্ষ্য ত্রাণ নয়, ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙা।
ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র সঙ্গে না থেকে আলাদা অবস্থানে রয়েছেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম। শুক্রবার ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, ইসরায়েল সুমুদ ফ্লোটিলার সব জাহাজ আটক করলেও তাঁরা আলাদা পথে এগিয়ে যাচ্ছেন।
শহিদুল আলম বলেন, তাঁর নেতৃত্বাধীন জাহাজটি বহরের সবচেয়ে বড় এবং এতে ৯৬ জন যাত্রী আছেন। তাঁদের মধ্যে রয়েছেন ৮২ জন সাংবাদিক ও চিকিৎসক। আরও আটটি ছোট নৌকা তাঁদের আগে যাত্রা শুরু করেছে।
তিনি জানান, এই অভিযানের উদ্দেশ্য কেবল ত্রাণ পৌঁছে দেওয়া নয়, বরং ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙা। ফিলিস্তিনে সাংবাদিক ও চিকিৎসক হত্যার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, নাগরিকদের দায়িত্ব থেকে তাঁরা গাজা পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাধা আসলেও তাঁরা পিছু হটবেন না।
সূত্রঃ ফেইসবুক