
দীর্ঘ ২৮ বছর পর শাবিপ্রবিতে পুনরায় কেন্দ্রীয় ছাত্র সংসদ কার্যক্রম শুরু হচ্ছে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া শাকসু নির্বাচনে শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন উপাচার্য।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আগামী নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে। রোববার উপাচার্য অধ্যাপক এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং শিক্ষার পরিবেশকে বজায় রাখা খুব জরুরি। ১৫ অক্টোবরের দিকে সেমিস্টার ফাইনাল শেষ হওয়ার পর নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ তৈরি করতে দুই-তিন দিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হবে। এছাড়া হল সংসদের গঠনতন্ত্র চূড়ান্ত করে প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শাবিপ্রবিতে সর্বশেষ শাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৭ সালে। দীর্ঘ ২৮ বছর ধরে এই ছাত্র সংসদ কার্যত অচল থাকায় এবার শিক্ষার্থীরা পুনরায় কেন্দ্রীয় ছাত্র সংসদের মাধ্যমে শিক্ষামূলক ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ পাবেন।