
জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) বুধবার (১০ সেপ্টেম্বর) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা পূবালী ব্যাংকের একটি লকার জব্দ করেছে। দীর্ঘদিন অপ্রকাশিত থাকা লকারটি নিয়ে চলছে তদন্ত।
সিআইসির মহাপরিচালক আহসান হাবীব গণমাধ্যমকে জানান, লকার নং–১২৮ দীর্ঘদিন ধরে অপ্রকাশিত ছিল। এর দুইটি চাবির একটি শেখ হাসিনার হেফাজতে রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি বলেন, “আমরা লকারটির অস্তিত্ব শনাক্ত করেছি এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে জব্দ করেছি। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।”
কর্তৃপক্ষ জানিয়েছে, লকারের মালিকানা, এর ভেতরের সম্পদ এবং সংশ্লিষ্ট আর্থিক লেনদেন বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে লকারটি খোলার পদক্ষেপ নেওয়া হবে। তবে এখনো লকারের ভেতরের কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
নিউজটি পড়েছেন : ৭৪