বৃহস্পতিবার- ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সব চেষ্টা ব্যর্থ, চিরবিদায় নিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, আজ মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে তিনি প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকাল সাড়ে ৬টায় ফোন করে জানান—‘আম্মা আর নেই।’

এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন প্রথম আলোকে জানান, খালেদা জিয়া সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পরিবারের অন্য সদস্যরা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রয়েছেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে পারে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া পরিচিত ছিলেন ‘আপসহীন নেত্রী’ হিসেবে। চলতি বছরের ৭ জানুয়ারি চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে নেওয়া হয়। সেখানে চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও নানা জটিল রোগে ভুগছিলেন তিনি। দীর্ঘদিনের শারীরিক ও মানসিক ধকল এবং বার্ধক্যজনিত কারণে তিনি ক্রমেই দুর্বল হয়ে পড়েন। প্রায়ই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হতো।

গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষবারের মতো ভর্তি করা হয় খালেদা জিয়াকে। এক মাসের বেশি সময় চিকিৎসাধীন থাকার পর তিনি আর সাড়া দেননি। ‘দেশনেত্রী’ খালেদা জিয়ার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে দেশজুড়ে।

 

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়