বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

২০২৬ সালের নির্বাচনে সম্প্রীতির বাংলাদেশ গড়বে বিএনপি: জিলানী

swechchasebok-daler-sobhapati-sompritir-bangladesh-announcement
ছবি সংগৃহীত

“সম্প্রীতির বাংলাদেশ গড়া হবে”—এই অঙ্গীকার নিয়ে ২০২৬ সালের জাতীয় নির্বাচনের প্রস্তুতির কথা জানালেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এস জিলানী। মঙ্গলবার রাতে কোটালীপাড়ায় আয়োজিত সম্প্রীতি সমাবেশে তিনি জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এস জিলানী বলেছেন, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা হবে। তিনি বলেন, সেই বাংলাদেশ হবে সাম্য, মানবিকতা, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদার ও দুর্নীতিমুক্ত। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট কাজী মন্টু কলেজ মাঠে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত সম্প্রীতি সমাবেশে তিনি এ কথা বলেন।

জিলানী বলেন, বিএনপি মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী দল। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ছিলেন এক বীর মুক্তিযোদ্ধা, যিনি স্বাধীনতার ঘোষণা দেন। স্থানীয় নেতাকর্মী ও জনতার উদ্দেশে তিনি আরও বলেন, সম্প্রদায়িক সম্প্রীতির জনপদ কোটালীপাড়া। এই সম্প্রীতি রক্ষা করতে হবে। জনগণের সেবক হয়ে কাজ করার অঙ্গীকারও করেন তিনি।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি এস এস মহিউদ্দিনের সভাপতিত্বে দলীয় নেতাকর্মী ও ধর্মীয় নেতা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়