বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সরকারের সাফল্য কামনায় তারেক রহমান

tareq-rahman-ontorboti-sorkar-bbc-sakkhatkar
ছবি সংগৃহীত

দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের সাফল্যই নির্ধারণ করবে রাজনৈতিক সম্পর্কের উষ্ণতা বা শীতলতা।

অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমরা চাই অন্তর্বর্তী সরকার সফল হোক। আশা করি তারা দায়িত্ব সঠিকভাবে পালন করে দেশের জন্য একটি সুষ্ঠু, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে পারবে।’

মঙ্গলবার সকালে প্রায় দুই দশক পর বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। সরকারের সঙ্গে সম্পর্ক কেমন— এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, সরকারের কার্যক্রমের ওপরই সম্পর্কের উষ্ণতা বা শীতলতা নির্ভর করবে।

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রসঙ্গে তিনি বলেন, শুরুতে কিছু সন্দেহ থাকলেও রোডম্যাপ ঘোষণার পর তা অনেকটাই কেটে গেছে। তিনি মনে করেন, সরকার যদি দৃঢ় অবস্থান বজায় রাখে, তাহলে সেই আস্থা আরও বাড়বে।

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তারেক রহমান জানান, দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সৌজন্যমূলক আলোচনা হয়েছে।

সূত্রঃ বাসস

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়