বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিউইয়র্কে ট্রাম্প আয়োজিত নৈশভোজে যোগ দিলেন মুহাম্মদ ইউনূস

yunus-new-york-trump-reception
ছবিঃ প্রধান উপদেষ্টার ফেইসবুক

জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনা ও নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে তিনি ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

২৩ সেপ্টেম্বর নিউইয়র্কের লোটে প্যালেস হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অধ্যাপক ইউনূস এবং তার মেয়ে দীনা ইউনূস ছবি তোলেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ছবিগুলো প্রকাশ করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস বিশ্বনেতাদের সঙ্গেও মতবিনিময় করেন। তাঁদের মধ্যে ছিলেন—স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে। এ ছাড়া তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়ায় মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সঙ্গেও সাক্ষাৎ করেন।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়