বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের বিপ্লবের তিন মাস পূর্ণ না হতেই দেশের আসল চেহারা উন্মোচিত হতে শুরু করেছে। তিনি সাম্প্রতিক সময়ের বিক্ষোভ ও হানাহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, “যত বড় বড় কথা বলা হোক না কেন, যদি নিজ ঘরের বিভেদ না মেটানো যায়, তাহলে কখনোই সাফল্য অর্জন সম্ভব নয়।”
জাতীয় প্রেসক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য বহু ত্যাগ স্বীকার করেছে। কিন্তু সাম্প্রতিক সহিংসতা ও বিভেদের বিষয়গুলো তাদের স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, “আজ পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, রাজপথে রক্তপাত হচ্ছে। ধর্মীয় উন্মাদনা আমাদের সমাজকে বিভক্ত করছে। এই বাংলাদেশ আমরা চাইনি।”
মির্জা ফখরুল উল্লেখ করেন, সোশ্যাল মিডিয়ার দায়িত্বহীন কথাবার্তা এবং উগ্রতা সমাজকে আরও অস্থিতিশীল করে তুলছে। তিনি বলেন, “অপরাধীরা ছুরি হাতে দাঁড়িয়ে আছে, অথচ আমরা তা বুঝতে পারছি না। এই ধরনের উন্মাদনা দেশকে ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।”
মির্জা ফখরুল সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের স্বার্থে বিভেদ ভুলে একসঙ্গে কাজ করা প্রয়োজন। তিনি জোর দিয়ে বলেন, দেশের গণতন্ত্র ও মুক্ত গণমাধ্যমের জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব নয়।