
ঢাকা মহানগর দায়রা জজ আদালত রোববার সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের জামিন নামঞ্জুর করেছেন। দুদকের মামলা অনুযায়ী নূরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংক লেনদেনের মাধ্যমে অর্থ স্থানান্তরের অভিযোগ আনা হয়েছে।
দুদকের মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের জামিন রোববার (১২ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালত নামঞ্জুর করেছেন। আদালতে হাজির হয়ে তার আইনজীবী কাওছার আহমেদ জামিনের আবেদন করেছিলেন, তবে শুনানি শেষে আদালত তা খারিজ করে দেন।
নূরের বিরুদ্ধে ৩০ জুলাই পাঁচ কোটি ৩৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১৫৮ কোটি ৭৮ লাখ টাকার বেশি মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করা হয়েছিল। ১৫ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয় এবং ২২ সেপ্টেম্বর আদালতে প্রেরণ করে কারাগারে পাঠানো হয়। মামলায় বলা হয়েছে, নূর ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ব্যাংকের ১৯টি অ্যাকাউন্টে ৮৫ কোটি ৭২ লাখ টাকা জমা এবং ৭৩ কোটি ৫ লাখ টাকা উত্তোলন করেছেন। এসব লেনদেনের উৎস অস্পষ্ট থাকায় তার বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দুদক আইনে অভিযোগ আনা হয়েছে। মামলার শুনানি ও তদন্ত অব্যাহত রয়েছে।