রবিবার- ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা: পিআর

election-uncertainty-pr-advisory
সংগৃহীত ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন নির্বাচন নিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে জামায়াত ইসলামী। রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করতে পিআরের দাবি করছে দলটি।

বুধবার (১ অক্টোবর) দুপুরে জিয়াউর রহমানের মাজার সংলগ্ন লেকে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানের শেষে এ কথা বলেন তিনি।  তিনি বলেন, বিদেশের একটি সংবাদমাধ্যমকে প্রধান উপদেষ্টার দেওয়া সাক্ষাৎকারের কারণে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। তিনি মনে করেন, মানুষ ভোট নিয়ে অনিশ্চয়তা প্রত্যাশা করে না এবং জনগণ দ্রুত নির্বাচন চায়। তবে ইসলামিক দলগুলো জনমতকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য পিআরের দাবি করছে।

রুহুল কবির রিজভী আরও বলেন, বাংলাদেশ বিরোধী শক্তি অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। ভারত কখনোই এই দেশের ভালো চায়নি। এ সময় দেশের অর্থনীতিতে হাহাকার চলছে বলেও মন্তব্য করেন তিনি।

 

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়