বৃহস্পতিবার- ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসির ৭ ডিসেম্বরের সভা শেষে যেকোনো দিন আসতে পারে জাতীয় নির্বাচনের তফসিল

নির্বাচন কমিশন (ইসি) রোববার, ৭ ডিসেম্বর, সভা করবে। সভা শেষে যেকোনো দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

মঙ্গলবার (২ ডিসেম্বর) নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

দেশে জাতীয় নির্বাচন আয়োজনের প্রশ্নে রাজনৈতিক দল ও সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে তর্ক চলছিল। সংবিধান অনুসারে সময়মতো নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রাথমিক প্রস্তুতি নিয়েছে।

তফসিল ঘোষণা করা মাত্রই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে। এরপর প্রার্থীরা মনোনয়নপত্র জমা, যাচাই–বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দসহ বিভিন্ন ধাপ সম্পন্ন করতে পারবেন। তফসিলেই নির্ধারিত হবে ভোটের সঠিক তারিখ।

 

 

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়