
সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আসামি থেকে রাজসাক্ষী হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দিবেন আজ।
মঙ্গলবার (২রা সেপ্টেম্বর) জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে জবানবন্দি দিবেন বলে জানিয়েছন তিনি।
প্রসিকিউশন জানিয়েছে ,আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-০১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত বেঞ্চে ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে জবানবন্দি দেবেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার ১১তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ। এর আগের শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন জুলাই আন্দোলনে আহত, চিকিৎসক, প্রত্যক্ষদর্শী এবং শহিদদের পরিবারের সদস্যরা। তাদের সাক্ষ্যমতে পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছেন, হেলিকপ্টার থেকেও গুলি চালানো হয়েছে, মরদেহ পোড়ানোরসহ শেখ হাসিনা সরাসরি গুলি চালানোর নির্দেশ দিয়েছেন বলে জানান।
শেখ হাসিনার এ মামলায় স্বপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চান চৌধুরী মামুন এর আগে ১০ জুলাই ট্রাইব্যুনালে নিজের দায় স্বীকার করেন তিনি। একই সময় তিনি দায় স্বীকার করে নেন অতিতে করা নিজের কৃতকর্মের জন্য।
এখন পর্যন্ত এ মামলায় ৩৫ জন সাক্ষী দিয়েছেন। সাক্ষীদের জবানবন্দিতে গত বছরে দেশজুড়ে চালানো হত্যাযজ্ঞের ভয়াবহ চিত্র উঠে এসেছে। অত্যাধিক নির্মমভাবে হত্যাকার্য চালানো হয়েছে বলে জানানো হয়।
প্রতিদিনের সাক্ষ্যগ্রহণের সময় সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আদালতে হাজির করা হয়। এই মামলায় নিজের সব অপরাধ স্বীকার করে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হয়েছেন। প্রশাসন জানিয়েছে, শিগগিরই তার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত করা হবে।