
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আট দলীয় জোটের সঙ্গে সম্ভাব্য জোট ও আসন সমঝোতার উদ্যোগে আপত্তি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩০ জন নেতা দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে লিখিত চিঠি দিয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) চিঠিটি নাহিদ ইসলামের হাতে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন।
চিঠিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের দায়বদ্ধতা, দলের ঘোষিত মূল্যবোধ ও গণতান্ত্রিক নীতির সঙ্গে জামায়াতের যেকোনো ধরনের জোট বা আসন সমঝোতা সাংঘর্ষিক। নেতারা উল্লেখ করেন, জামায়াত ও তাদের সহযোগী সংগঠনগুলোর বিভাজনমূলক রাজনীতি, অপপ্রচার, গুপ্তচরবৃত্তি, ১৯৭১ সালের ভূমিকা এবং ধর্মভিত্তিক ফ্যাসিবাদের আশঙ্কা এনসিপির আদর্শের পরিপন্থী।
নেতাদের মতে, স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে রাজনৈতিক সমঝোতা হলে দলের নৈতিক অবস্থান দুর্বল হবে এবং নতুন প্রজন্মসহ সমর্থকদের মধ্যে বিভ্রান্তি ও আস্থাহীনতা তৈরি হবে। চিঠিতে স্মরণ করিয়ে দেওয়া হয়, নাহিদ ইসলাম পূর্বে ৩০০ আসনে স্বতন্ত্র প্রার্থী দেওয়ার ঘোষণা ও গণতান্ত্রিক সংস্কার জোট গঠনের কথা বলেছিলেন। সেই অবস্থান থেকে সরে গিয়ে সীমিত আসনে জোটে যাওয়া জনগণের সঙ্গে প্রতারণার শামিল বলেও মন্তব্য করা হয়।
চিঠিতে আরও বলা হয়, জামায়াতের সঙ্গে জোটের আলোচনা সামনে আসার পর থেকেই দলের মধ্যপন্থী সমর্থকদের একটি বড় অংশ সরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে, যা ভবিষ্যতে এনসিপির রাজনৈতিক অবস্থানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।
শেষাংশে জামায়াতের সঙ্গে জোটে না যাওয়ার বিষয়ে স্পষ্ট অবস্থান গ্রহণের আহ্বান জানিয়ে বলা হয়—নীতি ভিত্তি করে কৌশল নির্ধারণ হওয়া উচিত, কৌশলের জন্য নীতি বিসর্জন দেওয়া নয়।
চিঠিতে এনসিপির কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের ৩০ জন নেতা স্বাক্ষর করেন।





















