বৃহস্পতিবার- ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ক্ষমতা বা আসনের জন্য কোনো সমঝোতা নয়: নির্বাচনে একক লড়াইয়ের ঘোষণা এনসিপির

এনসিপির ঘোষণা
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ঘিরে বিভিন্ন গণমাধ্যমে ‘গুঞ্জন ও বিভ্রান্তিকর সংবাদ’ ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি স্পষ্টভাবে বলেছেন, ক্ষমতা বা আসনের বিনিময়ে এনসিপি কোনো সমঝোতায় যাবে না; বরং এককভাবেই ৩০০ আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে দলটি।

আজ রবিবার রাজধানীর শাহবাগে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, দলকে নির্দিষ্ট রাজনৈতিক ধারার দিকে ঠেলে দিতে বিভিন্ন মহল চেষ্টা চালাচ্ছে। তবে এনসিপি তাদের নীতি, আদর্শ ও লক্ষ্য থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। কোনো দল এনসিপির নীতি-আদর্শের সঙ্গে একমত হলে আলোচনা হতে পারে, তবে ক্ষমতা বণ্টন বা আসন ভাগাভাগির ভিত্তিতে নয়।

তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার নতুন সংস্কৃতি গড়ে উঠেছে। কিন্তু এসব আলোচনাকে বিকৃত ব্যাখ্যায় উপস্থাপন করা হচ্ছে, যা গণতান্ত্রিক চর্চার জন্য ক্ষতিকর।

আগামী নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ না থাকায় উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে সরকার ও সব রাজনৈতিক দলের ভূমিকা জরুরি। প্রভাব, অর্থবল বা পেশিশক্তির ব্যবহার অতীতের মতো নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এদিন এনসিপি তাদের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কার্যক্রমও শুরু করে। কেন্দ্রীয় কমিটির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১ হাজার ৪৮৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন-অর্থাৎ প্রতিটি আসনে গড়ে পাঁচজন প্রার্থী। ১০টি বিভাগভিত্তিক বোর্ড সাক্ষাৎকার নিচ্ছে।

এনসিপির নেতারা মনে করেন, আগের মতো শুধু দল বা প্রতীক দেখে ভোট দেওয়ার সময় শেষ। বরং নতুন প্রজন্ম যোগ্যতা, পরিকল্পনা ও জবাবদিহিকে বেশি গুরুত্ব দেবে। দলটি রাজনীতিতে নতুন ধারা ও স্বচ্ছ সংস্কৃতি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়