
দীর্ঘ দেড় যুগ পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে তিনি গণসংবর্ধনায় অংশ নেন। এরপর চিকিৎসাধীন মা ও সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে যান তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, লন্ডন থেকে দীর্ঘ ভ্রমণ এবং গণসংবর্ধনার ব্যস্ত কর্মসূচির কারণে তারেক রহমান কিছুটা ক্লান্ত ছিলেন। বিশ্রাম শেষে আগামীকাল শুক্রবার থেকে তিনি আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করবেন।
শুক্রবার জুমার নামাজের পর তিনি রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর সেখান থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
পরদিন শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনে প্রার্থী হওয়ার লক্ষ্যে ভোটার নিবন্ধনের জন্য আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে যাবেন। সেখান থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে অবস্থিত ইনকিলাব মঞ্চের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন।
এরপর তিনি শ্যামলীতে অবস্থিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) পরিদর্শনে যাবেন। জুলাই অভ্যুত্থানে আহতদের খোঁজখবর নেবেন এবং তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।





















