Search
Close this search box.

শনিবার- ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকৃত ঈমানদারের বৈশিষ্ট্য ও গুণ

প্রকৃত ঈমানদারের বৈশিষ্ট্য ও গুণ

আল্লাহ তাআলা কুরআনুল কারিমে অনেক আয়াতে ঈমানদারদের অনেক গুণ উল্লেখ করেছেন। মুমিন এবং মুমিনুন নামে স্বতন্ত্র দুই সুরাও নাজিল করেছেন। তারপরও প্রায় সুরায় ঈমানদারে লক্ষ্য করে অনেক নসিহত করেছেন। কিন্তু সত্যিকারের ঈমানদার উল্লেখ করে তাদের কিছু বিশেষ গুণ ও প্রাপ্তির কথাও তুলে ধরেছেন তিনি।

সত্যিকারের ঈমানদারদের পরিচয়, তাদের অবস্থা ও প্রাপ্তির কথা তুলে ধরে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন- ‘যারা ঈমানদার, তারা এমন যে, যখন (তাদের সামনে) আল্লাহর নাম নেয়া হয়, তখন (আল্লাহর ভয়ে) ভীত হয়ে পড়ে তাদের অন্তর। আর যখন তাদের সামনে পাঠ করা হয় কালাম (কুরআন), তখন তাদের ঈমান বেড়ে যায় আর তারা স্বীয় পরওয়ারদেগারের (আল্লাহর) প্রতি ভরসা পোষণ করে।’ (সুরা আনফাল : আয়াত ২)

মহান আল্লাহ তা’আলা প্রেরিত নবী-রাসূল, ফেরেশতা ,আসমানী কিতাবের ও তকদিরের ওপর পূর্ণ আন্তরিকতার সাথে বিশ্বাস স্থাপন করাই ইমান। যে ব্যক্তি ঈমান থেকে বিন্দুমাত্র বিচ্যুত হননি তিনি প্রকৃত মুমিন ঈমানদার। মহাগ্রন্থ আল কুরআন ও হাদিস শরীফে মুমিনের চারিত্রিক বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে।

একজন মুমিন আল্লাহর উপর ঈমান আনার পর আর কখনো সন্দেহ পড়ে না সে পরিপূর্ণভাবে আল্লাহর উপর আস্থাশীল হয়। যেমন আল্লাহ তাআলা নিজেই বলেছেন, মুমিন তারাই যারা আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর প্রতি ঈমান আনার পর আর কোন সন্দেহে পড়ে না এবং নিজেদের মাল ও জান দিয়ে আল্লাহর পথে জিহাদ করে এরাই সত্যবাদী। (সূরা হুজরাত আয়াত ১৫)। আরো এরশাদ করেন তারা আল্লাহ ছাড়া আর কোন প্রভুকে ডাকে না। (সূরা ফুরকান আয়াত ৬৮)

অহেতুক অপ্রয়োজনীয় বিষয়কে মুমিন বান্দারা এড়িয়ে চলে। এরশাদ করা হয়েছে দয়াময় আল্লাহর প্রকৃত বান্দা তারাই যারা মিথ্যা সাক্ষ্য দেয় না, আর অহেতুক বিষয় পাস দিয়ে যখন তারা গমন করে তখন তারা ভদ্রভাবে পাশ কাটিয়ে যায়। (সূরা ফুরকান আয়াত ৭২)

শামীমা সুলতানা

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়