শনিবার- ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পরপর তিন সিরিজ জয়ের আত্মবিশ্বাসে এশিয়া কাপে বাংলাদেশ

bangladesh-asia-cup-preparation
ছবি সংগৃহীত

ব্যাটে–বলে সবার অবদান, টানা তিন সিরিজ জয় আর অধিনায়কের ঝোড়ো ইনিংস— সব মিলিয়ে এশিয়া কাপে নামার আগে প্রস্তুতির সেরা বার্তা পেয়েছে বাংলাদেশ দল।

শেষ ম্যাচে পাঁচ পরিবর্তন এনে প্রায় সবাইকে পরখ করে নিয়েছিল বাংলাদেশ। শুধু অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন বৃষ্টির কারণে ব্যাট–বল হাতে সুযোগ পাননি। তবে স্কোয়াডের বাকি ১৫ জনই ব্যাটিং বা বোলিংয়ে অংশ নেন এবং অবদান রাখেন।

সিরিজে সাইফ হাসান দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন। প্রথম ম্যাচে দুটি উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও খেলেন ১৯ বলে ৩৬ রানের ঝোড়ো ইনিংস। দ্বিতীয় ম্যাচে আলো ছড়ান নাসুম আহমেদ, তিন উইকেট নিয়ে হন ম্যাচসেরা। একই ম্যাচে পেসার তানজিম হাসানও নেন দুটি উইকেট।

শেষ ম্যাচে সুযোগ পান উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান। ছয় নম্বরে নেমে ১১ বলে ২২ রান করে নিজের উপস্থিতি জানান দেন তিনি। অন্যদিকে সিরিজসেরা অধিনায়ক লিটন দাস ব্যাট হাতে ধারাবাহিক ছিলেন— তিন ম্যাচে করেন ১৮*, ৫৪* ও ৭৩ রানের ইনিংস। তাসকিন আহমেদও প্রথম ম্যাচে ৪ উইকেট নিয়ে আলো ছড়ান।

শেষ ম্যাচে বাংলাদেশ ১৮.২ ওভারে ৪ উইকেটে তোলে ১৬৪ রান, কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়। এরপরও সিরিজ জয় নিশ্চিত করে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল।

নেদারল্যান্ডসের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ জয় দিয়ে এশিয়া কাপে নামছে বাংলাদেশ। সিলেটে শেষ ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলেও সিরিজ জয়ের আনন্দে ভাটা পড়েনি লিটন দাসের দলের। অধিনায়ক জানিয়েছেন, বড় টুর্নামেন্টের আগে ম্যাচ খেলে প্রস্তুতি নেওয়াটাই সবচেয়ে বড় প্রাপ্তি।

সিলেটে সংবাদ সম্মেলনে লিটন বলেন, “অনুশীলন গুরুত্বপূর্ণ হলেও ম্যাচ খেলে আসল প্রস্তুতি হয়। এই সিরিজ খেলার পর আমার মনে হয় আমরা ভালোভাবেই প্রস্তুত এশিয়া কাপে যাওয়ার জন্য।”

এর আগে এক মাসেরও বেশি সময় ধরে ফিটনেস ও ব্যাট–বল অনুশীলন করেছে বাংলাদেশ দল। টানা শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জয়ের পর এবার তারা নামছে এশিয়া কাপে। অধিনায়ক লিটন জানালেন, বড় টুর্নামেন্টে সফল হতে স্নায়ুর চাপ সামলানোই এখন প্রধান লক্ষ্য।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়