বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিশেষ ফ্লাইটে নেপাল থেকে ফিরলেন বাংলাদেশি ফুটবলাররা

bangladesh-football-team-returns-from-nepal
ছবি: সংগৃহীত

নেপালে চলমান জেন-জি তরুণদের আন্দোলনের কারণে কয়েকদিন ধরে আটকে থাকার পর অবশেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০বি বিশেষ বিমানে করে কাঠমান্ডু থেকে ঢাকায় পৌঁছান জামাল ভূঁইয়ারা। বিকেল সাড়ে চারটার দিকে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা এই বিশেষ ফ্লাইট কুর্মিটোলা সামরিক বিমানবন্দরে অবতরণ করে। দলের সঙ্গে থাকা গণমাধ্যমকর্মীরাও একই ফ্লাইটে দেশে ফেরেন।

এর আগে সকালে কাঠমান্ডুর ক্রাউন ইম্পিরিয়াল হোটেল ছাড়ে বাংলাদেশ দল। স্থানীয় সময় সকাল পৌনে ৯টায় তারা বিমানবন্দরে পৌঁছে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করেন। পরে দুপুর ২টা ৫৫ মিনিটে বিশেষ ফ্লাইটে ওঠেন ফুটবলাররা।

বার্সেলোনার আসন্ন নির্বাচনে লিওনেল মেসির সম্ভাব্য ভূমিকা

গত ৩ সেপ্টেম্বর প্রীতি ম্যাচ খেলতে নেপাল সফরে যায় বাংলাদেশ দল। ৬ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হলেও ৯ সেপ্টেম্বরের দ্বিতীয় ম্যাচ আর মাঠে গড়ায়নি। এরই মধ্যে দেশটিতে তরুণদের আন্দোলন ছড়িয়ে পড়ে, পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠে। আন্দোলনের কারণে কয়েকদিন হোটেলবন্দী অবস্থায় কাটাতে হয় জামাল ভূঁইয়া ও তার সতীর্থদের।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়