
সিলেটে অনুষ্ঠিত বোর্ড সভার পর ঘোষণা এসেছে, অক্টোবরের প্রথম সপ্তাহে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। ইতিমধ্যেই সভাপতি পদে লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন দুই সাবেক অধিনায়ক—তামিম ইকবাল ও আমিনুল ইসলাম বুলবুল। তবে সভাপতির চেয়ারে বসতে হলে উভয়কেই আগে পার হতে হবে কাউন্সিলর ও পরিচালক হওয়ার ধাপ।
বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, তিনি দেশের ক্রিকেটে কাজ চালিয়ে যেতে চান। তবে তারও প্রথম লক্ষ্য পরিচালক হওয়া। যেহেতু তিনি কোনো ক্লাব পরিচালনার সঙ্গে যুক্ত নন, তাই ক্লাব কাউন্সিলরের পথ খোলা নেই। পরিবর্তে বিভাগীয় ক্রীড়া সংস্থা কিংবা জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হিসেবে বোর্ডে আসার সুযোগ রয়েছে তার। এর আগেও জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হিসেবে বিসিবির সভাপতি হয়েছিলেন তিনি।
তামিম ইকবাল সম্প্রতি জানিয়েছেন, তিনি বিসিবির সভাপতি হতে চান। এজন্য তাকে আগে কাউন্সিলর হতে হবে, এরপর পরিচালক এবং অবশেষে সংখ্যাগরিষ্ঠ পরিচালকের সমর্থনে সভাপতি পদে উঠতে হবে। কাউন্সিলর হতে হলে ক্লাব পরিচালনার সঙ্গে যুক্ত থাকতে হয়। ইতিমধ্যেই দুটি ক্লাবের পরিচালনায় যুক্ত হয়েছেন তামিম। এভাবেই তিনি সভাপতির দৌড়ে নামতে চাইছেন।
বিসিবির নিয়ম অনুযায়ী, ক্লাব ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে নির্বাচিত হন ২৩ জন পরিচালক। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত করেন আরও দুইজনকে। এই ২৫ জনের ভোটেই নির্বাচিত হন বিসিবি সভাপতি।
এখন পর্যন্ত ঘোষিত প্রার্থীদের মধ্যে আছেন বুলবুল ও তামিম। শেষ পর্যন্ত বিসিবির সর্বোচ্চ পদে লড়াই জমে উঠতে পারে এই দুই সাবেক অধিনায়কের মধ্যে।