বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঘরের মাঠে ব্রাজিলকে হারিয়ে প্লে-অফে বলিভিয়া

bolivia-vs-brazil-world-cup-2026
ছবি: সংগৃহীত

ঘরের মাঠে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার আশা বাঁচিয়ে রেখেছে বলিভিয়া। একই সময়ে কলম্বিয়ার কাছে হেরে ভেনেজুয়েলার বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে গেছে।

বাংলাদেশ সময় বুধবার সকালে এল আলতোয় অনুষ্ঠিত ম্যাচে বলিভিয়া ৪২ শতাংশ সময় বল দখলে রেখে ২৩টি শট নিল, যার ১০টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, ব্রাজিল ১০টি শট নিয়েও মাত্র তিনটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।

এল আলতের উচ্চতা এবং স্বাগতিকদের আক্রমণাত্মক খেলার কারণে ব্রাজিলের খেলা আগের মতো গতিশীল হয়নি। সপ্তম মিনিটে লুইস হাকিনের দূরপাল্লার শট আলিসন ঠেকান। এরপর দিয়েগো মেদিনার ক্রসে এন্সো মন্তেরিও শট নিতে ব্যর্থ হন।

৪০তম মিনিটে ব্রাজিল প্রথমবার লক্ষ্যভেদ করার চেষ্টা করে, কিন্তু লুইস এইহিকের শট বলিভিয়ার গোলরক্ষক প্রতিহত করেন। যোগ করা সময়ে মিগেল তেসেরোসের পেনাল্টি গোল বলিভিয়াকে এগিয়ে নিলে জয়ের পথ মসৃণ হয়।

দ্বিতীয়ার্ধেও বলিভিয়া আক্রমণে প্রাধান্য রাখে। ৫৪তম মিনিটে মোইসেস পানিয়াগওয়ার শট, ৭১তম মিনিটে রবসন মাতেউসের দূরপাল্লার শট এবং ৮৬তম মিনিটে গাব্রিয়েল ভিয়ামিলের ক্রস—all আলিসনের সেভে প্রতিহত হয়। শেষ মুহূর্ত পর্যন্ত বলিভিয়া দৃঢ় থাকায় তারা মাঠ ছাড়ে জয়ী হাসি নিয়ে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়