বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ইংল্যান্ডের অলরাউন্ডার ক্রিস ওকস

chris-woakes-retirement
ছবি: সংগৃহীত

প্রায় দেড় দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ইংল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার ক্রিস ওকস। সোমবার এক ঘোষণায় তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানান। তবে ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন তিনি।

৩৬ বছর বয়সী এই পেসার ইনজুরির কারণে চলতি গ্রীষ্মে ভারতের বিপক্ষে শেষ টেস্টে খেলতে পারেননি। কাঁধের হাড় সরে যাওয়ায় ছিটকে পড়েন তিনি এবং এরপর ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তার কেন্দ্রীয় চুক্তি নবায়ন করেনি। ফলে অ্যাশেজ দলে ফেরার আশা শেষ হয়ে যায়।

অবসরের ঘোষণা দিয়ে আবেগঘন বার্তায় ওকস বলেন, সময়টা এসে গেছে এবং আমি মনে করি আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার এটাই সঠিক মুহূর্ত। ছোটবেলা থেকে ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। সেই স্বপ্ন পূরণ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।

সতীর্থদের কাছে ‘দ্য উইজার্ড’ নামে পরিচিত ওকসকে ক্রিকেট বিশ্বের অন্যতম ভদ্র খেলোয়াড় বলা হয়ে থাকে। তার ক্যারিয়ারে রয়েছে ৬২ টেস্টে ১৯২ উইকেট, পাশাপাশি সীমিত ওভারের ক্রিকেটে ১৫৫ ম্যাচ খেলে নিয়েছেন ২০৪ উইকেট। লর্ডসের অনার্স বোর্ডে তিনবার নিজের নাম তুলেছেন তিনি।

ইয়ন মরগানের নেতৃত্বে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ওকস। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচসেরা হয়ে তিনি দলের সাফল্যে বড় ভূমিকা রাখেন। পরে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ছিলেন চ্যাম্পিয়ন ইংল্যান্ডের অংশ। নিজ দেশে সব ফরম্যাট মিলিয়ে সবচেয়ে সফল ছিলেন তিনি, যেখানে ২৩.৪৭ গড়ে শিকার করেছেন ১৪৮ উইকেট

দুটি বিশ্বকাপ জেতা এই ইংলিশ তারকার আন্তর্জাতিক ক্রিকেট অধ্যায় শেষ হলেও, ঘরোয়া মঞ্চে এখনও তার ব্যাট-বলের লড়াই চলবে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়