বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ সিরিজ সমতায় ফেরানোর লড়াইয়ে নামছে মিরাজের দল

bangladesh-bonam-afghanistan-dwitiyo-odi
ছবি সংগৃহীত

ওয়ানডে ফরম্যাটে ব্যর্থতার ধারা কাটাতে আজ আফগানিস্তানের বিপক্ষে জয়ের লক্ষ্য বাংলাদেশ দলের। আবুধাবিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় পেলে সমতায় ফেরার সুযোগ পাবে মিরাজরা।

সিরিজে টিকে থাকতে আজ আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। আবুধাবিতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে শুরু হবে শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টায়। প্রথম ওয়ানডেতে পাঁচ উইকেটে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে মেহেদী হাসান মিরাজের দল। আজ হারলে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হ্যাটট্রিক হার বরণ করতে হবে বাংলাদেশকে।

আফগানিস্তানের বিপক্ষে আগের চারটি ওয়ানডে সিরিজের প্রথম দুটি জিতলেও শেষ দুটি হেরেছে বাংলাদেশ। সাম্প্রতিক পারফরম্যান্সও আশানুরূপ নয়—এ বছর ওয়ানডেতে ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতেই হেরেছে দলটি। র‍্যাংকিংয়ে দশে নেমে গেছে বাংলাদেশ, আর শীর্ষ আটে থাকতে হলে প্রতিটি ম্যাচ এখন গুরুত্বপূর্ণ।

প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় দল গুটিয়ে গিয়েছিল ২২১ রানে। আজ সিরিজ বাঁচানোর লড়াইয়ে ব্যাটিং ও স্পিন মোকাবিলায় উন্নতি করাই প্রধান লক্ষ্য মিরাজদের। জয় পেলে সিরিজে সমতা ফেরানোর পাশাপাশি রেটিং পয়েন্টও বাড়বে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়