
বিপিএল নিলামে এই বছর এক বিরল দৃশ্য দেখা গেল- বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ প্রথম দফায় ‘অবিক্রীত’ থেকে যান। এ ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে নিলামে তোলা হলেও ছয় দলের কেউই প্রথম ডাকেই আগ্রহ দেখায়নি তাঁদের প্রতি। এ ঘটনা ক্রিকেটপাড়ায় বিস্ময় তৈরি করে।
তবে নিয়ম অনুযায়ী ‘অবিক্রীত’ খেলোয়াড়দের পুনরায় নাম ডাকার সময় মুশফিক ও মাহমুদউল্লাহকে আবারও ‘বি’ ক্যাটাগরিতেই তোলা হয়, যার ভিত্তিমূল্য ছিল ৩৫ লাখ টাকা। দ্বিতীয় ডাকে আর সুযোগ হাতছাড়া করেনি রাজশাহী ও রংপুর। রাজশাহী ওয়ারিয়র্স তুলে নেয় মুশফিককে, আর রংপুর রাইডার্স দলে ভিড়ায় মাহমুদউল্লাহকে।
নিলামের পর রাজশাহীর প্রধান কোচ হান্নান সরকার বলেন, প্রথম দফায় দুই সিনিয়র ক্রিকেটারের অবিক্রীত থাকা দেখে তিনিও বিস্মিত হয়েছিলেন। তাঁর ভাষায়, এটা কীভাবে সম্ভব, তা বুঝে ওঠা কঠিন ছিল। আমরা অপেক্ষায় ছিলাম কখন আবার ডাকা হবে। মুশফিকের জন্য আমরা ৩৫ লাখের চেয়েও বেশি খরচ করতে প্রস্তুত ছিলাম।
অন্যদিকে রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম জানান, মাহমুদউল্লাহকে তাঁরা ‘ভাগ্যক্রমে’ কম দামে পেয়েছেন। তিনি আরও বেশি ডিজার্ভ করেন। আমরা তাকে পেয়ে সত্যিই সৌভাগ্যবান।
রংপুরের সহকারী কোচ ও সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলেন, মুশফিক ও মাহমুদউল্লাহ- বাংলাদেশের দুই সুপারস্টার। নিলামের একেবারে শেষ মুহূর্তে একজনকে দলে পাওয়ায় আমরা অনেক বেশি খুশি।
এ দুই অভিজ্ঞ ক্রিকেটার এর আগে বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন। এবার নিলাম যতই নাটকীয় হোক, শেষ পর্যন্ত দল পেয়ে খুশি সংশ্লিষ্ট সবাই।





















