বৃহস্পতিবার- ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

অলিম্পিকে ক্রিকেটে কঠিন সমীকরণে বাংলাদেশ, সুযোগ পেতে লাগবে বিশেষ যোগ্যতা

olympic-cricket-bangladesh-qualification
ছবি: সংগৃহীত

দুবাইয়ে আয়োজিত বৈঠক শেষে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষণা দিয়েছে, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে প্রথমবারের মতো ক্রিকেট অন্তর্ভুক্ত হচ্ছে। পুরুষ ও নারী-উভয় বিভাগেই থাকবে ৬টি করে দল, আর মোট ম্যাচ হবে ২৮টি।

আইসিসির প্রধান নির্বাহী সঞ্জয় গুপ্ত বলেন, অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তি আমাদের জন্য ঐতিহাসিক পদক্ষেপ। এতে সরকারি তহবিল ও অবকাঠামোগত বিনিয়োগের সুযোগ বাড়বে।
তিনি আরও যোগ করেন, এশিয়ান গেমস, প্যান আমেরিকান গেমস বা আফ্রিকান গেমসের মতো বহু ক্রীড়ার আসরে ক্রিকেট থাকলে নতুন অঞ্চলেও এই খেলা ছড়িয়ে পড়বে।

অলিম্পিকের জন্য ছয় দলের মধ্যে পাঁচটি দল আসবে পাঁচটি মহাদেশ থেকে-এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আমেরিকা ও ওশেনিয়া। আয়োজক দেশ যুক্তরাষ্ট্র সরাসরি খেলবে তাদের অঞ্চল থেকে। বাকি একটি দল বাছাইপর্বের মাধ্যমে নির্ধারিত হবে।

র‍্যাংকিং ও আঞ্চলিক ভিত্তিতে পুরুষ দলের সম্ভাব্য তালিকায় রয়েছে এশিয়া থেকে ভারত, ওশেনিয়া থেকে অস্ট্রেলিয়া, ইউরোপ থেকে ইংল্যান্ড, আফ্রিকা থেকে দক্ষিণ আফ্রিকা, আমেরিকা ও আয়োজক দেশ থেকে যুক্তরাষ্ট্র। এখন বাকি থাকা একটি আসনের জন্য লড়বে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

এই দলগুলোর মধ্যে সেরা পারফরমারই পাবে অলিম্পিকের মূল পর্বে খেলার সুযোগ।

বিশ্লেষকরা বলছেন, র‍্যাংকিং সাম্প্রতিক পারফরম্যান্স ও কন্ডিশনের হিসেবে বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ। তবে ধারাবাহিক টি–টোয়েন্টি পারফরম্যান্স ও সঠিক কৌশল গ্রহণ করলে টাইগারদের সুযোগ একেবারে শেষ হয়ে যায়নি।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়