
এশিয়া কাপের সুপার ফোরে ফাইনালের টিকিটের লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। দুই দলই জয়ের জন্য মরিয়া, তবে কাগজে-কলমে ও পরিসংখ্যানে এগিয়ে আছে টিম ইন্ডিয়া। অতীতের পরিসংখ্যানও ভারতের পক্ষে: টি-টোয়েন্টি ফরম্যাটে দুই দলের ১৭টি মুখোমুখি ম্যাচের মধ্যে ১৬টিতে জয় পেয়েছে ভারত, মাত্র একটিতে জিতেছে বাংলাদেশ। শেষবার তারা ২০২৪ সালে হায়দরাবাদে দেখা হয়েছিল, যেখানে ভারত ১৩৩ রানের বিশাল জয় পায়।
এশিয়া কাপে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ১৫টি ম্যাচে ভারত জয়ী হয়েছে ১৩টিতে, আর বাংলাদেশ কেবল ২টিতে। তবে বাংলাদেশ হেরে যায়নি—২০২৩ সালের ওডিআই ফরম্যাটের সুপার ফোরে ভারতের বিরুদ্ধে মাত্র ৬ রানে জয় পেয়েছিল টাইগাররা।
২০১৮ সালে দু’বার মুখোমুখি হওয়ার সময়ও ভারত জেতেছিল প্রথম ম্যাচে ৩ উইকেটে, ফাইনালে ৭ উইকেটে।
ইতিহাস ভারতের পক্ষে থাকলেও, আজকের লড়াইয়ে সব উত্তেজনা জমবে মাঠের ২২ গজেই। এখন দেখার, কে হাসবে শেষ হাসি—পরিসংখ্যানে ভর করে ভারত, নাকি সাহসে বাংলাদেশের টাইগাররা।