শনিবার- ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বার্নলিকে ৫-১ গোলে উড়িয়ে টেবিলের চারে ম্যানসিটি

manchester-city-vs-burnley-5-1
ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার সিটি ঘরের মাঠ ইতিহাদে বার্নলিকে কোনো সুযোগই দেয়নি। শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে প্রতিপক্ষকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে পেপ গার্দিওলার দল। ম্যাচে বার্নলির ডিফেন্ডার ম্যাক্সিম এস্তিভের দুই আত্মঘাতী গোলের সঙ্গে শেষ মুহূর্তে জ্বলে ওঠেন আর্লিং হালান্ড। নরওয়েজিয়ান ফরোয়ার্ডের জোড়া গোলের সঙ্গে সিটির হয়ে একটি গোল করেন ম্যাথিউস নুনেস।

এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে চারে উঠে এসেছে ম্যানসিটি। ছয় ম্যাচ শেষে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল, অন্যদিকে মাত্র ৪ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে বার্নলি। বার্নলির বিপক্ষে সর্বশেষ ১৩ ম্যাচেই জয় পেয়েছে সিটিজেনরা। ১৯৬৩ সালের পর থেকে সিটির মাঠে জয়ের দেখা মেলেনি বার্নলির।

প্রথমার্ধে আক্রমণে তেমন প্রভাব বিস্তার করতে পারেনি সিটি। বিরতির আগে কেবল দুটি শট ছিল লক্ষ্যে। তবে ১২ মিনিটে প্রতিপক্ষের ভুলে এগিয়ে যায় তারাছয় গজ দূর থেকে নিজেদের জালেই বল পাঠান এস্তিভ। ৩৮ মিনিটে জাইডন এন্থনির শট রুবেন দিয়াজে লেগে জালে ঢুকে সমতা ফেরায় বার্নলি। বিরতির আগেই আবার লিড নেয় সিটি, স্কোরলাইন দাঁড়ায় ২-১।

দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে ব্যবধান বাড়ান ম্যাথিউস নুনেস। হালান্ডের পাস থেকে মৌসুমের প্রথম গোল করেন এই পর্তুগিজ ডিফেন্ডার। কয়েক মিনিট পর আবারো আত্মঘাতী গোল করেন এস্তিভ, ফলে সিটি এগিয়ে যায় ৩-১ গোলে।

শেষ মুহূর্তে মাঠ কাঁপান হালান্ড। ৯০ মিনিটে প্রথম গোল করার পর যোগ করা সময়ে আরেকটি গোল করে বড় জয় নিশ্চিত করেন তিনি।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়