বুধবার- ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

স্টারলিংক ইন্টারনেটের ১৫০ দিন পূর্তি: কী বলছে অনুমোদিত পরিবেশক রেডিংটন

starlink-bangladesh-official-kit
ছবি: সংগৃহীত

কৃত্রিম উপগ্রহভিত্তিক ইন্টারনেট-সেবা প্রদানকারী ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংক এ বছরের মে মাস থেকে বাংলাদেশে তাদের কার্যক্রম চালু করেছে। দ্রুতগতির এই ইন্টারনেট–সেবা দেশে আনুষ্ঠানিকভাবে পরিচালনা করছে আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান রেডিংটন লিমিটেড।

রেডিংটনের কাছ থেকে স্টারলিংক কিট সংগ্রহ করে অনুমোদিত রিটেইলার হিসেবে দেশের বাজারে বিক্রি করছে গ্যাজেট অ্যান্ড গিয়ার, গ্লোবাল ব্র্যান্ড পিএলসি, রায়ানস কম্পিউটারস ও স্টার টেক। ফলে গ্রাহকরা সহজেই এসব প্রতিষ্ঠানের ওয়েবসাইট কিংবা শোরুম থেকে অফিসিয়াল কিট ক্রয় করতে পারবেন। ক্রয়ের সঙ্গে থাকছে বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তাও।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রেডিংটন জানায়, বাংলাদেশে স্টারলিংক সেবা চালুর পর থেকেই তারা অনুমোদিত পরিবেশক হিসেবে কাজ করছে। শুধুমাত্র অনুমোদিত চারটি রিটেইলার থেকে কিট কেনার মাধ্যমেই গ্রাহকরা বিক্রয়োত্তর সুবিধা পাবেন। এতে নকল পণ্য কেনার ঝুঁকি সম্পূর্ণভাবে দূর হবে।

রেডিংটনের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় গ্যাজেট অ্যান্ড গিয়ারের ২১টি, গ্লোবাল ব্র্যান্ড পিএলসির ৩০টি, রায়ানস কম্পিউটারসের ১৯টি এবং স্টার টেকের ২০টি আউটলেটে স্টারলিংকের অফিসিয়াল কিট পাওয়া যাচ্ছে।

রেডিংটন লিমিটেডের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেম বোরহান বলেন, স্টারলিংকের সঙ্গে আমাদের অংশীদারত্ব বাংলাদেশের ডিজিটাল যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। অনুমোদিত রিটেইল পার্টনারদের মাধ্যমে আমরা দেশব্যাপী আসল পণ্য সরবরাহ করে নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করছি।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়