মঙ্গলবার- ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রোনালদোকে ছাড়াই এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল-নাসরের গোল উৎসব

ronaldoheen-al-nassr-5-0-win-afc-champions-league
ছবি: সংগৃহীত

প্রধান তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো মাঠে না থাকলেও দুর্দান্ত ফুটবল উপহার দিল আল-নাসর। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের উদ্বোধনী ম্যাচে সৌদি ক্লাবটি তাজিকিস্তানের এফসি ইস্তিকললকে উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে। আল আউয়াল পার্কে আয়োজিত এই ম্যাচে পাঁচজন ভিন্ন গোলদাতা স্কোরশিটে নাম তুলেন।

খেলার শুরুতেই লিড নেয় আল-নাসর। ১৪তম মিনিটে আব্দুলরেহমান গারিব গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন। মাত্র তিন মিনিট পরই অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ হয়। প্রথমার্ধ শেষ হয় ২-০ গোলের ব্যবধানে।

বিরতির পরও গোলের ধারা অব্যাহত রাখে আল-নাসর। ৫৯তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ওয়েসলি রিবেইরো স্কোরলাইন ৩-০ করেন। শেষ মুহূর্তে আরও দুই গোল আসে—৮৯তম মিনিটে কিংসলে কোম্যান এবং যোগ করা সময়ে সাদিও মানে গোল করে জয় নিশ্চিত করেন ৫-০ ব্যবধানে।

 

মাঠে না নামলেও রোনালদো ছিলেন স্টেডিয়ামে। সৌদি গণমাধ্যম জানিয়েছে, তিনি ম্যাচ চলাকালীন সময় জিমে হালকা অনুশীলন, রিকভারি সেশন এবং ম্যাসাজে ব্যস্ত ছিলেন।

ম্যাচ শেষে কোচ জর্জ জেসুস জানান, এটা শুধু বড় জয় নয়, বরং নতুন মৌসুমে একাধিক খেলোয়াড়কে সুযোগ দেওয়ার পরিকল্পনারই অংশ। আমাদের লক্ষ্য হলো বিকল্প সমাধান খুঁজে বের করা।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়