
সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম। তবে এই বিতর্কিত মন্তব্যের জন্য তামিমের কাছে ক্ষমা চাওয়ার কোনো ইচ্ছা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
শুক্রবার (৯ জানুয়ারি) এক ক্রিকেটভিত্তিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নাজমুল ইসলাম বলেন, শব্দ ব্যবহারের কারণে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। তাঁর ভাষায়, “আমি যদি কথাটা ইংরেজিতে বলতাম, তাহলে হয়তো এত বিতর্ক হতো না। আমি নিজেও একজন দালাল—তবে আমি বাংলাদেশের দালালি করি। বাংলায় শব্দটা শোনার সময় একটু খারাপ লাগতেই পারে।”
তামিম ইকবালের কাছে ক্ষমা চাইবেন কি না-এমন প্রশ্নে বিসিবি পরিচালক বলেন, “এখানে ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। আমি দেশের মানুষের অনুভূতির প্রতিফলন ঘটিয়েছি।”
সমালোচনার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন নাজমুল ইসলাম। সেখানে তিনি উল্লেখ করেন, মোস্তাফিজুর রহমান ইস্যুর সময় বাংলাদেশ দলের ভারতে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছিল। তখন ক্রীড়া উপদেষ্টা ম্যাচ স্থানান্তরের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছিলেন বলেও জানান তিনি।
নাজমুল ইসলাম আরও দাবি করেন, এমন সংবেদনশীল পরিস্থিতিতে তামিম ইকবাল ‘দেশের সেন্টিমেন্টের বাইরে’ গিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে ভারতের পক্ষে ব্যাট করেছেন—যা তিনি সমর্থন করেন না। তবে তিনি স্পষ্ট করে বলেন, এটি তাঁর ব্যক্তিগত মতামত এবং মন্তব্যটি ভিন্নভাবে না নেওয়ার অনুরোধ জানান।
এই মন্তব্য ঘিরে ক্রিকেটপ্রেমী ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।




















