বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

টস হেরেছে বাংলাদেশ, ব্যাটিংয়ে পাকিস্তান

womens-odi-worldcup-bangladesh-vs-pakistan-toss
সংগৃহীত ছবি

বাংলাদেশ নারী দল পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপে মাঠে নেমেছে। টস হেরে ফিল্ডিং করার দায়িত্বে নিগার সুলতানা জ্যোতি। পাকিস্তান টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বৃহস্পতিবার (২ অক্টোবর) ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রথম জয় আনার আশা নিয়ে বাংলাদেশ নারী দল প্রস্তুত।

টস জিতে পাক অধিনায়ক ফাতিমা বলেন, ‘উইকেটটা বেশ ভালো দেখাচ্ছে। ব্যাটিং সহায়ক মনে হচ্ছে। বিশ্বকাপে সবগুলো দলই কঠিন। আমরা বাংলাদেশকে কোয়ালিফায়ারে খেলেছি, যদি নিজেদের খেলা খেলতে পারি তবে যে কাউকেই হারানো সম্ভব।’

বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা বলেন, “আমরা দীর্ঘদিন কঠোর পরিশ্রম করেছি, ফিটনেস ও দক্ষতা উন্নয়নের জন্য ক্যাম্প করেছি। শারীরিক ও মানসিকভাবে শক্ত থাকার মাধ্যমে আমরা এই ম্যাচে সেরাটা দেওয়ার চেষ্টা করব।” ফিটনেস ও স্কিলের জন্য বহু ক্যাম্প করেছি। শারীরিক ফিটনেস বজায় রাখার পাশাপাশি মানসিকভাবে শক্ত থাকার চেষ্টাও করছি।’

বাংলাদেশ একাদশ : ফারজানা হক, রুবিয়া হায়দার, শারমিন আখতার, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা (অধিনায়ক, উইকেটকিপার), স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, নিশিথা আক্তার।

পাকিস্তান একাদশ : মুনিবা আলি, ওমাইমা সোহেল, সিদরা আমিন, আলিয়া রিয়াজ, নাটালিয়া পারভেজ, ফাতিমা সানা (অধিনায়ক), সিদরা নাওয়াজ, রামিন শামিম, নাশরা সান্ধু, ডায়ানা বেগ ও সাদিয়া ইকবাল।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়