Search
Close this search box.

সোমবার- ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এ টি এম আজহারের মুক্তির দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা জামায়াত আমিরের

এ টি এম আজহারের মুক্তির দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা জামায়াত আমিরের
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, স্বৈরাচারের পতন হলেও এখনো এ টি এম আজহারুল ইসলাম কারাগারে বন্দি রয়েছেন। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই— যদি তাকে অবিলম্বে মুক্তি না দেওয়া হয়, তবে বিক্ষোভ, সমাবেশ ও আন্দোলন থামবে না, বরং জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই তাকে মুক্ত করা হবে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর পল্টনে জামায়াতে ইসলামীর আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সরকার যদি কাউকে মুক্তি দেয়, তবে সকলের মুক্তি নিশ্চিত করতে হবে। কিন্তু সরকার বৈষম্যমূলক আচরণ করছে, যা জাতিকে হতাশ করেছে। আমরা দাবি করছি— জামায়াতের নিবন্ধন ও প্রতীক পুনর্বহাল করতে হবে, অন্যথায় আন্দোলন আরও তীব্র হবে।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে জামায়াতের শীর্ষ নেতাদের বিচারিক হত্যার শিকার করেছে। যখন এ টি এম আজহারুল ইসলাম দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছিলেন, তখন তাকে আটক করে মিথ্যা মামলায় কারাবন্দি করা হয়।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত কারও চোখ রাঙানি ভয় পায় না। আমরা সব ধরনের ফ্যাসিবাদ ও অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবো।

তিনি আরও বলেন, দেশ এখনো বৈষম্যমুক্ত হয়নি। যতদিন বৈষম্য থাকবে, ততদিন আমাদের আন্দোলন চলবে। বিজয় সবে শুরু হয়েছে, কিন্তু শেষ হয়নি।

বিক্ষোভ সমাবেশে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, এ টি এম আজহারুল ইসলামকে ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। আমরা তার অবিলম্বে মুক্তি চাই, অন্যথায় আন্দোলন সর্বাত্মক রূপ নেবে।

বিক্ষোভ সমাবেশ শেষে জামায়াত আমিরের নেতৃত্বে পল্টন থেকে শাহবাগ পর্যন্ত বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়