চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেছেন, চাঁদাবাজদের তালিকা তৈরি হচ্ছে এবং দুই-তিন দিনের মধ্যেই অভিযান শুরু করা হবে।
শনিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পুলিশ, ছাত্র, জনতা এবং রমনা মডেল থানা এলাকার নাগরিকদের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেছেন, চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। এর ফলে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ বড় ধরনের সংকটে পড়ছে। আমরা চাঁদাবাজি সম্পূর্ণরূপে বন্ধ করতে চাই। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, চাঁদাবাজি বন্ধের মাধ্যমে বাজারে স্থিতিশীলতা ফেরানো সম্ভব হবে। চাঁদাবাজদের তালিকা তৈরির কাজ শেষ হলেই গ্রেপ্তার কার্যক্রম শুরু করা হবে।
চাঁদাবাজদের প্রতি হুঁশিয়ারি দিয়ে কমিশনার বলেন, কেউ চাঁদাবাজি করবেন না। আমরা কারও প্রতি নমনীয় হব না। আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, ডিএমপির এই পদক্ষেপ নিত্যপণ্যের বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে। একই সঙ্গে সাধারণ মানুষের ওপর অর্থনৈতিক চাপ কিছুটা হ্রাস পাবে।