Search
Close this search box.

মঙ্গলবার- ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

‘ব্যর্থ প্রেম’ বিষয়ে উপদেষ্টা নিয়ে মুখ খুললেন বাপ্পারাজ

বাপ্পারাজ ব্যর্থ প্রেম বিষয়ে মন্তব্য
বাপ্পারাজ ও ফটো কার্ড

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজকে সম্প্রতি মজার একটি ফটো কার্ডে ‘ব্যর্থ প্রেমবিষয়ক উপদেষ্টা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। রম্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম ‘ইয়ার্কি’ তাদের সৃজনশীল প্রচারণার অংশ হিসেবে এটি তৈরি করে। কার্ডটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর বাপ্পারাজ নিজেই সেটি শেয়ার করেন।

ফেসবুকে কার্ডটি শেয়ার করে বাপ্পারাজ লিখেছেন, “যেভাবেই হোক, মানুষ আমাকে মনে রেখেছে, আজকেও মনে করে। একজন শিল্পীর জন্য এর চেয়ে বড় পুরস্কার আর কিছু হতে পারে না।” এই মন্তব্যের মাধ্যমে তিনি তার অভিনয় জীবন এবং দর্শকদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বাপ্পারাজের অভিব্যক্তি

বাপ্পারাজের পোস্টে তার ভক্তরা বিভিন্ন ইতিবাচক মন্তব্য করেছেন। একজন লিখেছেন, “আপনার পর্দার চরিত্রগুলো এত ভালোভাবে ফুটিয়ে তুলেছেন বলেই, মানুষ আপনাকে ব্যর্থ প্রেমের ক্ষেত্রে অপরিহার্য বলে মনে করে।”

যদিও ২২ ঘণ্টা পর পোস্টটি তিনি ডিলিট করে দেন, তবে এই সময়ের মধ্যেই সেটি নিয়ে আলোচনা শুরু হয়।

ঢাকাই সিনেমার একসময়ের ব্যস্ত এই অভিনেতা বর্তমানে অভিনয়ে নিয়মিত নন। তিনি পরিবার ও ব্যবসা নিয়ে সময় কাটাচ্ছেন। তবে তার অভিনীত ‘প্রেমের সমাধি’, ‘ভুলোনা আমায়’, ‘হারানো প্রেম’, এবং ‘ভালোবাসা কারে কয়’-এর মতো সিনেমাগুলো তাকে ত্রিভুজ প্রেমের গল্পে এক অনন্য জনপ্রিয়তা দিয়েছে।

অন্যদিকে ‘বাবা কেন চাকর’, ‘সন্তান যখন শত্রু’, এবং ‘জবাব চাই’ সিনেমাগুলোও তার শক্তিশালী অভিনয়ের জন্য দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে।

বাপ্পারাজকে সর্বশেষ দেখা গেছে ‘পোড়ামন ২’ সিনেমায়। এখানে তিনি সিয়ামের বড় ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন এবং দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছেন।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়