
লেনদেনের প্রথম ঘণ্টাতেই সূচকের নিম্নমুখী প্রবণতায় কেটে যাচ্ছে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস। সোমবার সকালে ডিএসই ও সিএসইতে বেশিরভাগ কোম্পানির দর কমেছে।
চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২২ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শুরু করেছে। সকাল সাড়ে ১০টার দিকে ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট কমে ৫,৩৪০ পয়েন্টে অবস্থান করে। একই সময়ে শরীয়াহ্ সূচক ও ডিএসই-৩০ যথাক্রমে ১,১৪৮ ও ২,০৬৫ পয়েন্টে নেমেছে। লেনদেন হয়েছে ১০৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
সোমবার সকাল সাড়ে ১০টার মধ্যে ২৪৬ কোম্পানির শেয়ারদর কমেছে, ৫৬টির দাম বেড়েছে এবং ৬০টি অপরিবর্তিত। লেনদেনে শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ওরিয়ন ইনফিউশন, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও খান ব্রাদার্স।
অপরদিকে সিএসইর সিএএসপিআই সূচক একই সময়ে ৩২ পয়েন্ট কমে ১৫,১৬৬ পয়েন্টে অবস্থান করে। এখানে ২০ কোম্পানির শেয়ারদর কমেছে, ১৩টির দাম বেড়েছে এবং ৫টির অপরিবর্তিত রয়েছে।