বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সূচকের পতনে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে শেয়ারবাজার

dse-cse-suchok-poton-22-september
প্রতিকী ছবি

লেনদেনের প্রথম ঘণ্টাতেই সূচকের নিম্নমুখী প্রবণতায় কেটে যাচ্ছে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস। সোমবার সকালে ডিএসই ও সিএসইতে বেশিরভাগ কোম্পানির দর কমেছে।

চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২২ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শুরু করেছে। সকাল সাড়ে ১০টার দিকে ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট কমে ৫,৩৪০ পয়েন্টে অবস্থান করে। একই সময়ে শরীয়াহ্ সূচক ও ডিএসই-৩০ যথাক্রমে ১,১৪৮ ও ২,০৬৫ পয়েন্টে নেমেছে। লেনদেন হয়েছে ১০৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

সোমবার সকাল সাড়ে ১০টার মধ্যে ২৪৬ কোম্পানির শেয়ারদর কমেছে, ৫৬টির দাম বেড়েছে এবং ৬০টি অপরিবর্তিত। লেনদেনে শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ওরিয়ন ইনফিউশন, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও খান ব্রাদার্স।

অপরদিকে সিএসইর সিএএসপিআই সূচক একই সময়ে ৩২ পয়েন্ট কমে ১৫,১৬৬ পয়েন্টে অবস্থান করে। এখানে ২০ কোম্পানির শেয়ারদর কমেছে, ১৩টির দাম বেড়েছে এবং ৫টির অপরিবর্তিত রয়েছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়