বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশ-নেপাল বৈঠক

bangladesh-nepal-banijjo-birodho
ছবি সংগৃহীত

নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বৃহস্পতিবার বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠকে নেপালের ১১টি জুট মিলের জন্য বাংলাদেশ থেকে কাঁচা পাট আমদানি শিথিল করার আবেদন জানান এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে সহযোগিতা চান।

বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বৃহস্পতিবার বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠক করেছেন। বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং কাঁচা পাট ও সেমি-ফিনিশড পাটপণ্য রপ্তানি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

নেপালের রাষ্ট্রদূত বলেন, নেপালে ১১টি জুট মিল রয়েছে যা বাংলাদেশ থেকে কাঁচা পাট আমদানি করে তাদের চাহিদা পূরণ করে। সম্প্রতি বাংলাদেশ থেকে কাঁচা পাট রপ্তানি বন্ধ হওয়ায় মিলগুলো কিছুটা সমস্যায় পড়েছে। তিনি আনুষ্ঠানিকভাবে রপ্তানি শিথিলের জন্য অনুরোধ জানান।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের কাছে পাটপণ্য সরবরাহ করছে এবং কাঁচা পাট না রেখে সেমি-ফিনিশড পাটপণ্য রপ্তানি করতে চায়। এই পণ্য আমদানি করলে নেপালও উপকৃত হবে এবং দুই দেশের বাণিজ্য ভলিউম বৃদ্ধি পাবে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়