Search
Close this search box.

বুধবার- ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির জন্য এডিবির ৩০০ কোটি টাকার অর্থায়ন

এডিবির অর্থায়ন নবায়নযোগ্য জ্বালানি
ছবিঃ সংগৃহীত

পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির উন্নয়নে বাংলাদেশকে ২.৪৩ মিলিয়ন ডলার (প্রায় ৩০০ কোটি টাকা) ঋণ দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। এই অর্থায়নের লক্ষ্য হলো সৌর বিদ্যুতের উৎপাদন বাড়ানো এবং টেকসই জ্বালানি ব্যবহারে বাংলাদেশকে আরও এগিয়ে নেওয়া।

এডিবির ঋণ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে ময়মনসিংহের মুক্তাগাছায়, যেখানে একটি ২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রিড-সংযুক্ত সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে। এই প্রকল্পটি মুক্তাগাছা সোলারটেক এনার্জি লিমিটেডের মাধ্যমে বাস্তবায়িত হবে।

অর্থায়নের ধরণ:

  • ১৫.৫ মিলিয়ন ডলার সরাসরি এডিবি থেকে।
  • ৮.৮ মিলিয়ন ডলার এডিবি পরিচালিত লিডিং এশিয়াস প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ফান্ড-২ (এলইএপি-২) থেকে।

সৌর বিদ্যুৎ কেন্দ্রটি বছরে প্রায় ৩৭.৯ গিগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করবে। বার্ষিক প্রায় ১৮,৩৪৪ টন কার্বন ডাই অক্সাইড নির্গমন কমাবে।

এডিবির বেসরকারি সেক্টর অপারেশনের মহাপরিচালক সুজান গ্যাবরি জানিয়েছেন, এই অর্থায়ন নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন এবং বেসরকারি খাতকে এই খাতে আরও সক্রিয় করতে ভূমিকা রাখবে।তিনি আরও বলেন, “দীর্ঘমেয়াদি অর্থায়ন টেকসই জ্বালানি ব্যবহারে দেশের অগ্রগতিকে ত্বরান্বিত করবে। এটি বেসরকারি খাতকে নতুন সুযোগ এনে দেবে এবং দেশের বিদ্যুৎ খাতে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।”

এই প্রকল্প দেশের বিদ্যুৎ খাতের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। আন্তর্জাতিক অর্থায়নকারীদের সমর্থনপ্রাপ্ত এটি বাংলাদেশের প্রথম বেসরকারি ইউটিলিটি-স্কেল সৌর বিদ্যুৎ প্রকল্প। এটি শুধু বিদ্যুতের চাহিদা মেটাবে না, একই সঙ্গে পরিবেশ রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। এই ঋণ এবং প্রকল্পটি নবায়নযোগ্য জ্বালানির ওপর বাংলাদেশের নির্ভরতা বাড়াবে এবং বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় দেশের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়