বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভোজ্যতেল আমদানিতে এক শতাংশ উৎস কর আরোপ করল অন্তর্বর্তী সরকার

bojyo-tel-amdanite-uts-kor
ছবি সংগৃহীত

ভোজ্যতেল আমদানিতে কর কাঠামো পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে সয়াবিন, সানফ্লাওয়ার, পাম ও ভুট্টার তেল আমদানিতে এক শতাংশ উৎস কর দিতে হবে।

অন্তর্বর্তী সরকার সয়াবিন, সানফ্লাওয়ার, পাম ও ভুট্টার তেল আমদানিতে এক শতাংশ উৎস কর আরোপ করেছে। এতদিন এসব তেল আমদানিতে কোনো উৎস কর ছিল না। সোমবার রাতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন, ভ্যাট নিবন্ধিত ভোজ্যতেল পরিশোধন শিল্পের মাধ্যমে আমদানি করা অপরিশোধিত তেল, সানফ্লাওয়ার বীজ ও তেল এবং ভুট্টার তেল আমদানিতে উৎস করের হার হবে এক শতাংশ। এর আগে এসব আমদানিতে শূন্য কর কার্যকর ছিল।

অন্যদিকে আন্তর্জাতিক বাজারে দামের পতনের কারণে আগস্টে দেশে পাম তেলের দাম লিটারপ্রতি ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করে সরকার। তবে সয়াবিন তেলের দাম অপরিবর্তিত থেকে প্রতি লিটার বোতলে ১৮৯ টাকা নির্ধারিত আছে। সর্বশেষ গত ১৫ এপ্রিল সয়াবিন ও পাম তেলের দাম সমন্বয় করা হয়েছিল।

এর আগে ব্যবসায়ীদের দাবিতে সয়াবিন ও অপরিশোধিত পাম তেল আমদানির ক্ষেত্রে আগাম কর প্রত্যাহার করেছিল এনবিআর।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়