
বিনিয়োগকারীদের আস্থা ও খাতভিত্তিক ইতিবাচক রিটার্নে বিদায়ী সপ্তাহে চাঙ্গা ছিল পুঁজিবাজার। ডিএসইতে সূচক ৯৬ পয়েন্ট বেড়েছে, বাজার মূলধন যুক্ত হয়েছে সাড়ে ৯ হাজার কোটি টাকা এবং গড় লেনদেন বেড়েছে ১৩ শতাংশের বেশি।
বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক, লেনদেন ও বাজার মূলধন—সব ক্ষেত্রেই ইতিবাচক প্রবণতা দেখা গেছে। ৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে তিন কার্যদিবসে সূচক বেড়ে ডিএসইএক্স দাঁড়িয়েছে ৫ হাজার ৬১৪ পয়েন্টে, যা আগের সপ্তাহের তুলনায় ৯৬ পয়েন্ট বেশি। বাজার মূলধন বেড়েছে ৯ হাজার ৪৩৭ কোটি টাকা, দাঁড়িয়েছে ৭ লাখ ২৭ হাজার ৭৯৩ কোটি টাকায়। এ সময় গড় লেনদেন ১৩ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে দৈনিক প্রায় ১ হাজার ২৯৮ কোটি টাকায় উন্নীত হয়েছে।
খাতভিত্তিক বিশ্লেষণে তথ্যপ্রযুক্তি খাত শীর্ষে রয়েছে ১১ দশমিক ৬৬ শতাংশ রিটার্ন নিয়ে। জীবন বীমা খাতে রিটার্ন হয়েছে ৯ দশমিক ৭৪ শতাংশ এবং সিরামিক খাতে ৭ দশমিক ৫৩ শতাংশ। অন্যদিকে বহুজাতিক কোম্পানির দরপতনে সিমেন্ট খাত ২ দশমিক ১৯ শতাংশ নেতিবাচক রিটার্ন দেখিয়েছে।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে ২ শতাংশের বেশি। তবে লেনদেন কিছুটা কমে দাঁড়িয়েছে ১০০ কোটি টাকায়, যা আগের সপ্তাহে ছিল প্রায় ১২৬ কোটি টাকা।