Search
Close this search box.

রবিবার- ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহ শুরু

নেপাল ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ
বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহ | ছবিঃ সংগৃহীত

নেপাল ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে। ১৫ নভেম্বর থেকে ত্রিপক্ষীয় চুক্তির আওতায় আনুষ্ঠানিকভাবে নেপাল বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করতে শুরু করেছে। প্রথম পর্যায়ে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের কথা জানানো হয়েছে।

ভারতের বিদ্যুৎ মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। নেপালের রাজধানী কাঠমান্ডুতে ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই বিদ্যুৎ সরবরাহের কাজ শুরু হয়।

বিদ্যুৎ সরবরাহের সময়সূচি ও চুক্তির বিবরণ

নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের মুখপাত্র চন্দন কুমার ঘোষ জানান, ২০২৪ সালে বাংলাদেশে মাত্র একদিন বিদ্যুৎ বিক্রি করবে নেপাল। এরপর ২০২৫ সালের ১৫ জুন থেকে পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু হবে এবং এ প্রক্রিয়া প্রতি বছর ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে।

প্রতি ইউনিট বিদ্যুতের দাম নির্ধারণ করা হয়েছে ৬.৪ সেন্ট, যা বাংলাদেশি টাকায় সাড়ে সাত টাকা প্রায়। বিদ্যুৎ সরবরাহের জন্য ভারতীয় সঞ্চালন লাইন ব্যবহার করা হচ্ছে, যা এই অঞ্চলের বিদ্যুৎ খাতে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করবে।

ত্রিপক্ষীয় চুক্তির পটভূমি

২০২৩ সালের মে মাসে নেপালের তৎকালীন প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহল প্রচণ্ড ভারত সফরে এই বিদ্যুৎ সরবরাহের ত্রিপক্ষীয় চুক্তির ঘোষণা দেন। ৩ অক্টোবর, ২০২৩ তারিখে চুক্তিটি সই হয়। ভারতের বিদ্যুৎবিষয়ক মন্ত্রী মনোহর লাল, বাংলাদেশের বিদ্যুৎ উপদেষ্টা মো: ফাওজুল কবির খান এবং নেপালের জ্বালানিমন্ত্রী দীপক খাডকা এই উদ্যোগের প্রধান নেতৃত্বে ছিলেন।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়