![](https://dorshok24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, গত পাঁচ মাসে প্রবাসী আয় হিসেবে দেশে রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার। পাশাপাশি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ২০ বিলিয়ন ডলারের ওপরে অবস্থান করছে।
শনিবার (২৮ ডিসেম্বর) টাঙ্গাইলের ঘাটাইলে ইসলামী ব্যাংকের নতুন শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ তথ্য তুলে ধরেন। ঘাটাইল উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে গভর্নর বলেন, “ইসলামী ব্যাংক দেশের শীর্ষ ব্যাংকিং প্রতিষ্ঠানের একটি এবং আন্তর্জাতিক মানে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। দেশের দুর্বল ব্যাংকগুলোও এখন ঘুরে দাঁড়ানোর পথে রয়েছে।”
ড. আহসান এইচ মনসুর জানান, দেশের ব্যাংকিং খাতের আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংক বিশেষ উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে ১০টি দুর্বল ব্যাংক নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ। বক্তব্য রাখেন ম্যানেজিং ডিরেক্টর মনিরুল মওলা। ব্যাংকিং খাতের উন্নয়ন নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মুহাম্মদ আব্দুস সামাদ।
অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, ব্যাংকার এবং শুভানুধ্যায়ীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। গভর্নর বলেন, “দেশের অর্থনীতিতে প্রবাসী আয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এটি দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করছে।”