
বাংলাদেশ ও জার্মানির মধ্যে বাণিজ্য বহুমুখীকরণের মাধ্যমে পারস্পরিক লাভবান হওয়ার সুযোগ তৈরি হবে বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। মঙ্গলবার জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে তিনি পণ্য আমদানিতে জার্মানিকে আরও এগিয়ে আসার আহ্বান জানান।
জার্মানিকে বাংলাদেশের তৈরি পোশাক, হোম টেক্সটাইল, ওষুধ, প্লাস্টিক পণ্য, পাদুকা, সাইকেল ও চামড়াজাত পণ্য আরও বেশি আমদানির আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা Sheikh Bashir Uddin। মঙ্গলবার সচিবালয়ে নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত Rüdiger Lotz-এর সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও জার্মানির মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক বিদ্যমান। এই সম্পর্ক আরও জোরদারে বাণিজ্য বহুমুখীকরণের বিকল্প নেই। বর্তমানে যুক্তরাষ্ট্রের পরই জার্মানি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য, যা মোট রপ্তানির ১০.৯৬ শতাংশ।
রাষ্ট্রদূত লোটজ বলেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদারে জার্মানি একসঙ্গে কাজ করতে আগ্রহী। অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে চলমান উদ্যোগ আরও গতিশীল করা হবে। বৈঠকে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন এনজা ক্রিস্টেন উপস্থিত ছিলেন। ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ জার্মানিতে ৪৮৫ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে।